Tuesday, July 21, 2020

Storehouse



 

Look at this globe
As long it's moving
There's glory
There's hope. 

Beautiful minds! 
If you focus 
On this magical ball
You'll be surprised
With its enormous, 
Undiscovered space
That'll emerge from
The waters and the sands, 
Much more than what you found
In the Moon and in the Mars. 

Population can never fathom
How miraculously it stands
How attractive, how handsome, 
How unexplored is it still
How unimaginable is its skill!

It'll roam at ease for 
Millions of years and more
With love and grace;
To check for yourself
What the house has in store, 
Take care to toil with its soil
Until your intelligence cracks, 
Until your brains find the track, 
Until your soul finds solace.

©Supratik Sen

Sunday, July 19, 2020

মনের কাছাকাছি

এই কোবিড ১৯ এর দৌলতে আমরা অনেকেই যেমন বাড়িতে থাকতে শিখেছি, আমি তেমন আমার মনের সাথে থাকতে শিখেছি। মানে শিখছি, ইটস এন অনগোয়িং জার্নি। 

আগে খেয়ালি করতাম না, ভাবতামই না।  দেখ না দেখ মন হয় এক কোণে বসে আছে, ডুকরে ডুকরে কাঁদছে, 'আমার দ্বারা কিছু হবে না বলে', নয়তো অনর্গল কারুর না কারুর সাথে ঝগড়া করে চলেছে, সতেরো বছর আগের ঝগড়া, এখনো চালিয়ে যাচ্ছে! বাবা বাছা করে তাকে ফিরিয়ে এনে  বসাই ধ্যানে, বলতে বলি আমি আত্মা, কাকুতি মিনতি করে বলি আমার সাথে থাকতে, এদিক ওদিক না যেতে, খানিকক্ষন থেকেই আবার পালিয়ে যায়, আবার ধর ধর ওই পালালো ধর ধর.... সারাদিন এখন এই চলে!

তোমরা যারা ভাব তোমাদের কোনো কাজ নেই, ঘরে বসে বোর হোচ্ছ, যারা ভাবা কাহাঁতক আর টিভি দেখা যায়, বা হোয়াটস্যাপ করা যায়, তারা যদি একবার এই নেশায় মাত  তাহলে দেখবে কোথা দিয়ে হু হু করে কী সুন্দর ভাবে সময় কেটে যাচ্ছে! 

আমি আমার কথা বলতে পারি, আমি এখন অনেক শান্তিতে আছি, কোনো পরনিন্দা পরচর্চা নেই, কোনো বিষন্নতা আমাকে আর গ্রাস করে না, নিজেকে অন্যের সাথে তুলনা করে কষ্ট পাই না, মন এখন আমার পরম বন্ধু। আগে ছিল আমার সবচাইতে বড় এনিমি। মনের ভিতরে থাকতো রাশি রাশি আবর্জনা, কিছুই হচ্ছে না, কিছুই হবেনা, আবার কাজে যেতে হবে, আবার খাটতে হবে, এ আমাকে অপমান করলো, ও আমাকে ঠকালো, সারাদিন শুধু এইভাবে নিজেকে প্রহার করে যেতাম, ভাবতামিই না এই চিন্তাগুলো আমার নিজের পক্ষে কতটা ক্ষতিকারক!

তোমাদের মন যদি আমার মত বেয়াড়া হয়, তাহলে ভেবে দেখতে পারো, মনের ওপর কাজ করবে কিনা, এতে আলসামিও কমবে আর কখনো মনে হবেনা কি করি কি করি। এ এক্কেবারে টোয়েন্টিফোর বাই সেভেন অকিউপেশান।  মন একটা শিশুর মতন, কেবল ছটফট করছে আর যা করার না, যেদিকে যাবার না, তাইই করে চলেছে, হা! হা! হা!

এর জন্য দরকার মন্ত্র, মানে মনের অস্ত্র!

মন্ত্র খুব সহজ, অনেকরকম মন্ত্র আছে, যেমন সংস্কৃত মন্ত্র, যার অর্ধেক মানেই বোঝা দায় , আবার সহজ মন্ত্রও আছে, যেমন

আমি পবিত্র আত্মা,

আমি শক্তিশালী আত্মা,

আমি কেবলমাত্র এই তুচ্ছ দেহ না,

আমি অসীম ক্ষমতাশীল আত্মা।

এগুলোর কোন একটাই যদি আওড়ে যাওয়া যায়, তাহলে দেখবে মনের অশান্তি কমে যাচ্ছে, সারাক্ষন নিজের থেকে নিজে পালিয়ে বেড়ানোর ইচ্ছে আর হচ্ছেনা, অন্ধকারকে, বা নিজের পিছনদিকটাকে আর ভয় করছে না, অনেক হালকা, চনমনে লাগছে, এ এমন নেশা দেখবে, সিগারেট বা মদ খেতে আর যেন ইচ্ছাই করছে না, সব সময় মনে হবে কেউ যেন তোমাকে জড়িয়ে ধরে আদর করছে, তা বাইরের জগৎ তোমাকে যতই অপদার্থ, অকর্মন্য, দুশ্চরিত্র, বা শয়তান বলুক না কেন, এই মন্ত্র রত্নাকরের 'মরা মরা' মন্ত্র, প্রহ্লাদের 'নারায়ণ নারায়ণ' মন্ত্র, পীরদের পরম পবিত্র 'আল্লা হু আকবার' মন্ত্র। কাজে লাগিয়েই দেখো না একবার, যীশুর গুরু জন, বা লাহিড়ী মহাশয়ের গুরু বাবাজিকে দেখলেও দেখতে পারো।

এবারের মহামারী যেমন আমাকে আমার আত্মীয়স্বজনের কাছে এনে দিয়েছে, যেমন মনের মানুষগুলোর সাথে লুডো খেলার, কেরাম খেলার আর নির্ভেজাল আড্ডা মারার অবসর করে দিয়েছে, ঠিক তেমনই আমাকে আমার মনের সাথে মনের কথা বলারও সুযোগ করে দিয়েছে, আমাকে আমার মনের কাছাকাছি এনে দিয়েছে।

Saturday, July 18, 2020

Three counterproductive thoughts

Thinking out of the box

If thoughts are things, then we need to revisit the three most counterproductive thoughts that are causing imbalance, inequality, and injustice throughout the world. 

1. Wars as positive checks

We have never challenged this. It's amazing how horrendously a negative phenomenon is ingrained in human minds. We don't need wars to control population. Nothing positive can be attached with wars. Sorry Malthus.

2. Survival of the fittest

This has gone into the subconscious of the world through generations. Even though we talk of win-win today, but we invariably fall prey to the win-lose model because of this thought. It is not only wrong, but it's irrelevant as well. Now, it is survival of the wisest. Sorry Darwin.

3. The 80-20 rule

How has the modern world accepted this phenomenon I wonder. If 80% of the world's population are below the poverty line and 20% are rich, then can we say we have delivered? In business, if 80% of our products or services were to be of a mediocre quality, would such businesses survive? Then how can we underestimate people and processes like this? This notion is the basis of all our evaluation process. Sad. 
We cannot say we have delivered until we reach 100%. All leaders of the world, business houses, reformers, philanthropists, have their concurrence on this wrong pattern of thinking that's not only leading us into mediocrity, but is also causing havoc in the world. Sorry Richard Koch.

I sincerely believe that if we want to change the world, we need to change the way we think. It's time we put 'thinking out of the box' in practice. 

Shifting the focus from the obscure to the concrete


Given my stupidity, I'd request all scientists to focus on the concrete lands we have on the planet earth, rather than concentrating on the obscure outer space.

For instance, imagining the impossible; creating fertile lands in the middle of the Sahara desert, it's so big that a small country can be founded, making acres of inhabitable lands of Australia habitable, sterile lands of the third world fertile.

Just imagine if all lands became fertile, if fruits and flowers would hang from every branches of the trees, if we didn't have to buy vegetables, fruits, and waters, can poverty ever have a chance to survive?

For this, real intelligence needs to shift its focus.

©Supratik Sen

Saturday, July 4, 2020

Proposing death education

Proposing death education

Our education system worldwide does not teach students about death. Teaching about its inevitability, its importance, its beauty, and the necessity to conquer the fear of death can go a long way in stopping global intolerance and bad breath.
Like sex education, proposing death education into the scholastic curriculum.

©Supratik Sen